খুলনার পানি নিষ্কাষণের ড্রেনগুলো যেন মরণফাঁদ


প্রকাশিত: ০৩:২১ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

খুলনা মহানগরীর অভ্যন্তরের পানি নিষ্কাষণের লক্ষ্যে প্রবহমান খালগুলো সংস্কার করে ড্রেনে পরিণত করেছে খুলনা সিটি কর্পোরেশন। তবে ড্রেনগুলোর উপর স্লাব না দেয়ায় সেগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে।

নগরীর লবনচরা এলাকার বাসিন্দা মো. আবুল হোসেন ফকির, দুলাল হোসেন, ইউসুফ মোল্লা জাগো নিউজকে জানান, ২০১৪ সালের শেষ দিকে নগরীর লবনচরা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও সিটি কর্পোরেশন যৌথভাবে রসুনখালী খাল সংস্কার করে ড্রেনে পরিণত করে। ছয় মাস আগে সেই ড্রেন নির্মাণ কাজ শেষ হয়। তবে ড্রেনের উপর কোনো স্লাব দেয়নি নির্মাণকারী কর্তৃপক্ষ।

এলাকাবাসী আরও জানান, ড্রেনটি এলাকাবাসীর উপকারে নির্মাণ করা হলেও বর্তমানে তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। ড্রেনের দুই পাশ তলদেশ থেকে প্রায় ৮/১০ ফুট উঁচু। ফলে হাঁস, মুরগি, গরু, ছাগল পড়লে আর উঠতে পারছে না। প্রতিদিনই এই খালে মারা যাচ্ছে এই গৃহপালিত প্রাণিগুলো।

তবে গৃহপালিত প্রাণির সঙ্গে পড়ছে মানুষও। অন্য কারও সাহায্য ছাড়া তাদের আর উপরে উঠার কোনো উপায় থাকে না। গত বৃহস্পতিবার রাত ড্রেনে পড়ে যান ৮০ বছরের বৃদ্ধ আব্দুল ওয়াহেদ ও তার নাতি মোনতাসীর মাহমুদ (৬)। তাদের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে অনেক চেষ্টার পর তাদেরকে উদ্ধার করেন।

আব্দুল ওয়াহেদ ড্রেনের উপর স্লাব নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।