মিক্সড ইভেন্টের টিকিট নিশ্চিত করলেন রোমান সানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৩ জুলাই ২০২১

সকালে দিয়া সিদ্দিকী তার ক্যারিয়ার সেরা ৬৩৫ স্কোর করে টোকিও অলিম্পিকের রিকার্ভের র‍্যাংকিং রাউন্ডে ৩৬তম হওয়ার পর সবার চোখ ছিল রোমান সানার দিকে।

রোমানের পারফরম্যান্সের ওপর নির্ভর করছিল বাংলাদেশ গেমসের মিশ্র দ্বৈতে (মিক্সড ডাবল) ইভেন্টে খেলতে পারবে কি না। রোমান সানা তার ক্যারিয়ার সেরা ৬৮৬ স্কোর অতিক্রম করতে না পারলেও ৬৬২ স্কোর করে সতেরতম হয়েছেন।

একইসঙ্গে গেমসে শীর্ষ ১৬ নম্বর দেশের মধ্যে থেকে মিশ্র দ্বৈতে খেলার টিকিটও নিশ্চিত করেছেন। রোমান সানা ও দিয়ার মিলিত স্কোর ১২৯৭।

কানাডাকে দুই পয়েন্টে পেছনে ফেলে শেষ দল হিসেবে বাংলাদেশ মিশ্র দ্বৈতে খেলার সুযোগ করে নিয়েছে।

মিশ্র দলগত বিভাগে রোমান ও দিয়া খেলবেন কোরিয়ার বিপক্ষে। এককে রোমানের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন এবং দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ বেলারুশ।

একক ইভেন্টে রোমান সানা প্রথমার্ধে ৩৬ তীর ছুঁড়ে ৩৩৭ স্কোর করেন। তখন তার অবস্থান ছিল সপ্তম। তবে দ্বিতীয়ার্ধে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। যে কারণে অবস্থান পেছনে চলে যায়।

তবে শেষের দিকে বাংলাদেশের কোচ-কর্মকর্তার একটাই লক্ষ্য ছিল, মিশ্র দলগত বিভাগে দেশকে নিতে পারবেন কি না রোমান সানা। অল্প ব্যবধানে কানাডাকে হারিয়ে সেই টিকিট অর্জন করতে পেরেছেন দেশসেরা এই তীরন্দাজ।

র‍্যাংকিং রাউন্ডে ৬৮৮ স্কোর করে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম যে ডিওক। ৬৮২ স্কোর করে দ্বিতীয় যুক্তরাষ্ট্রের এলিসন ব্রাডে। রোমান সানা ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোন দেশের আরচাররা থাকতে পারেননি সেরা ২০ এর মধ্যে। ভারতের প্রভীন যাদব ৬৫৬ স্কোর করে হয়েছেন ৩১ তম।

আরআই/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।