সৌম্য-সাব্বিরদের পাশে দাঁড়ালেন মাশরাফি


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

সিলেট সুপার স্টারসকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা পাঁচ ম্যাচে দলে শুধুমাত্র অধিনায়ক হিসাবে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি যে শুধু কুমিল্লার অধিনায়ক না সাথে বাংলাদেশ জাতীয় দলেরও অধিনায়ক তা তিনি সংবাদ সম্মেলোনে বুঝিয়ে দিলেন।

বিপিএল শেষে বাংলাদেশ জাতীয় দলের মিশন হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক দুই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ব্যাটে রান নেই। বিশেষ করে সিলেট সুপারস্টারসের মুশফিকুর রহিম, বরিশাল বুলসের সাব্বির রহমান রুম্মন, রংপুর রাইডার্সের সৌম্য সরকার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন কুমার দাসের কথাই ঘুরে ফিরে বেশি আলোচনায় এসেছে।

তবে জাতীয় দলের ক্রিকেটারদের এমন পারফরম্যান্সের পরও খুব বেশি চিন্তিত নন মাশরাফি। তিনি বলেন, ‘ব্যাটসম্যানদের ফিরে আসার জন্য একটি ইনিংসই প্রয়োজন। এটা আসলে কোনও বিষয় না। তারপরও যে যেখানে খেলেছে, সবাই চেয়েছে ভালো পারফরম্যান্স করতে। আমার কাছে মনে হয়, আমরা সবাই যখন আবার একই ড্রেসিংরুম শেয়ার করবো তখন সব ঠিক হয়ে যাবে। অনেক দিনের গ্যাপে, সবাই সবাইকে ছেড়ে আছে। আবার যখন আমাদের পরিবারে আমরা এক সঙ্গে হবো, পুরনো সেই আত্মবিশ্বাসটা ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দলের হয়ে যখন খেলে সবাই রিলাক্স মুডে থাকে। কারণ তারা জানে এটা নিজেদের জায়গা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবকিছু নতুন জায়গা, নতুন পরিবেশ। এখানে বাইরের অনেক খেলোয়াড় আসে। এছাড়া আমাদের দেশে একটি বিষয় প্রচলিত বাইরের কোনও খেলোয়াড় আসলে ফোকাসটা তাদের দিকে চলে যায়। এখানে অনেক কিছুর ব্যাপার থাকে। আমরা যখন জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করি আমরা সবাই জানি আমরা সবাই সমান।`

তিনি আরও যোগ করেন, ‘তামিম যেভাবে ব্যাটিং করেছে ওভাবে ক্যালকুলেটিভ ব্যাটিং করলে সবার জন্য ভালো হতো। তারপরও যারা রান করেনি, আমার বিশ্বাস তারা সময়মতো ফিরে আসবে।’

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।