বাংলাদেশি তরুণ ক্রিকেটার দেখে মুগ্ধ আফ্রিদি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সিলেট সুপার স্টারস। দল হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে হতাশা গোপন করে বাংলাদেশের উঠতি তরুণ ক্রিকেটারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন এই পাকিস্তানি। তার মতে বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট দল বেশ কিছু ভালো খেলোয়াড় পাবে। যা আগামীতে বাংলাদেশ দলের হাল ধরবে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদি বাংলাদেশি নবীন তারকাদের প্রশংসা করে বলেন, `মাশআল্লাহ, দলে বেশ কিছু দারুণ তরুণ খেলোয়াড় আছে। যে দলের বিপক্ষেই খেলেছি সেখানেই বেশ কিছু তরুণ মেধাবী খেলোয়াড় ছিল যারা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত।`
টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে ছিলেন না আফ্রিদি। মাঝপথে এসে দলের সঙ্গে যোগ দিয়ে দারুণ মানিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন তিনি। স্থানীয় তরুণদের সঙ্গে খেলার প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, `অনেক নতুন মুখ, এত সহজ ছিল না মানিয়ে নেয়া। আলহামদুলিল্লাহ পেশাদার খেলোয়াড় হিসাবে আমরা নিজেদের মানিয়ে নিয়েছি। স্থানীয় বেশ কিছু মেধাবী খেলোয়াড় রয়েছে। আমি তাদের সঙ্গে খেলে উপভোগ করেছি এবং তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেও অনেক উপভোগ করেছি।`
টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও আগামীতে একই দলে একই খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পেলে এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো করার প্রত্যয় প্রকাশ করেন আফ্রিদি। সে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএলকে সুন্দরভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ জানান এই পাকিস্তানি।
আরটি/এমআর/আরআইপি