হারের ব্যাখ্যা দিলেন আফ্রিদি


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭১ রানে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সিলেট সুপার স্টার্স। বিপিএল থেকে বিদায়ের চেয়ে বড় ক্ষত সৃষ্টি করেছে দলের বড় ব্যবধানের হারে। বোলিংয়ের শেষ দিকে বেশি রান দিয়ে পাশাপাশি ব্যাটিংয়ে জুটি গড়তে না পারায় দলের এমন করুণ পরিনিতি হয়েছে জানান দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, `এই সংস্করণে ব্যাটিংয়ে জুটি গড়া অনেক গুরুত্বপূর্ণ এমনকি বোলিংয়েও। আপনারা দেখেছেন আমরা শেষ ৩-৪ ওভারে ভালো বল করতে পারিনি। শেষদিকে ৪০-৪৫ রান দিয়েছি। আর ব্যাটিংয়ে আপনি যদি প্রথম ছয় ওভারে অনেক উইকেট হারিয়ে ফেলেন তাহলে কি আশা করতে পারেন? এই অবস্থা থেকে এই সংস্করণে বের হয়ে আসা সহজ নয়।`

এদিন নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার হতাশা ঝড়ে পরে অধিনায়কের কণ্ঠে। রান রেট বা পরের ম্যাচ খেলতে পারবেন কিনা এমন কোন ভাবনা ছিলনা তাদের মনে। শুধু ম্যাচ জিততে চেয়েছিলেন বলে জানান এই পাকিস্তানি। ইনিংসের ৪ থেকে ৮ ওভারের মাঝে অনেক উইকেট হারিয়ে জুটি গড়তে না পারায় ম্যাচ হেরেছেন বলে উল্লেখ করেন এই বুম বুম খ্যাত ব্যাটসম্যান।

তবে একাদশে খেলোয়াড়দের অনেক বেশি আশা যাওয়ার কারণে সেরা দল খুঁজে পাননি বলে জানান আফ্রদি। এই প্রসঙ্গে আরও বলেন, `অনেক বেশি একাদশ পরিবর্তনের কারণে আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। আমরা দলের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি নাই। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই। কিছু খেলায় পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। আমাদের যেটা দরকার ছিল ধারাবাহিকতা ধরে রাখা যা এই ধরণের টুর্নামেন্টে খুবই প্রয়োজনীয়। আমরা সব ম্যাচেই অনেক ভুল করেছি।`

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।