টস হেরে ব্যাট করছে কুমিল্লা


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

লিগ পর্বের শেষদিন। অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। উত্তেজনার পারদ শেষ দিনও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কারণ, শেষ এই দুটি ম্যাচ থেকেই নির্ধারণ হবে, চতুর্থ দল হিসেবে কে যাচ্ছে শেষ চারে! আবার এই দুটি ম্যাচ দিয়েই নির্ধারণ হবে লিগ পর্বের র‌্যাংকিং। অথ্যাৎ হবে লিগ পর্বের চ্যাম্পিয়ন, রানারআপ কিংবা তৃতীয়।

দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি মাশরাফির কুমিল্লা এবং মুশফিকের সিলেট সুপার স্টারস। শেষ চারে যেতে হলে কুমিল্লাকে এই ম্যাচে বড় ব্যবধানেই হারাতে হবে সিলেটকে। এমন পরিসংখ্যানের মুখোমুখি দাঁড়িয়ে টস জিতলেন সিলেটের অধিনায়ক শহিদ আফ্রিদি এবং টস জিতেই তিনি ব্যাটিংয়ে পাঠালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

ব্যাট করতে নেমে মোটামুটি বিপদেই পড়েছে কুমিল্লা। শুরুতেই হারিয়েছে লিটন দাসকে। দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানের মাথায় মোহাম্মদ শহিদের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। ৫ বলে ৪ রান করে আউট হয়ে যান তিনি।

এন রিপোর্ট লেখার সময় কুমিল্লার রান ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮। ১০ রান নিয়ে ব্যাট করছেন আহমেদ শেহজাদ এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন ইমরুল কায়েস।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।