রাবিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত


প্রকাশিত: ০৭:১৪ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যা শিশু নির্যাতনেরে প্রতিরোধের দুর্গ’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পাতিবার বেলা ১১টায় রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে রাবি শাখা বাংলাদেশ মহিলা পরিষদ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে ছেলে ও মেয়ের উভয়ের ভূমিকা রয়েছে। কিন্তু আমাদের সমাজে অহরহ বাল্যবিবাহের ঘটনায় এক একটি প্রতিভার পতন ঘটানো হচ্ছে। এতে পুরো দেশের উন্নয়নের উপর বিরাট একটি প্রভাব ফেলছে। এক পক্ষকে বাদ দিয়ে কখনো সামগ্রিক উন্নতি আশা করা যায় না। তাই বাল্যবিবাহ প্রতিরোধ সকলকে সচেতন হওয়ার জন্য বক্তারা আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বরের বয়স ২১ বছর ও কনের বয়স ১৮ বছরের নিচে বিবাহ হলে তা বাল্যবিবাহ বলে বিবেচিত হবে। মনে রাখতে হবে বাল্যবিবাহ একটি শস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহ রোধ করতে হলে এরকম বিবাহ হতে যাচ্ছে জানতে পারলে সঙ্গে সঙ্গে নিকটস্থ ইউনিয়নের পরিষদে জানাতে হবে। এছাড়াও এ বিষয়ে সর্বস্তরের মানুষের সচেতর হওয়ার জন্য বক্তারা আহ্বান জানান।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক মাধুরী রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন রাবি শাখা বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি অধ্যাপিকা মাস্তুরা খানম, সমাজকল্যাণ সম্পাদক মোমেনা জিন্নাত, তৃণমূল সম্পাদক মনোয়ারা বেগম, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য, জাতিসংঘ ও বিশ্ব নারী আন্দোলনের ঘোষণা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একাত্ম হয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধপক্ষ এবং ১০ ডিসেম্বরকে বিশ্ব মানবধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবারে নারী নির্যাতন প্রতিরোধপক্ষের শেষ দিনে বাংলাদেশের ৬৩টি জেলার প্রায় তিন লক্ষ নারী কর্মী একযোগে এ বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পালন করছে বলে মানববন্ধন থেকে জানানো হয়।

রাশেদ রিন্টু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।