নেইমারের জন্য ম্যানইউর নতুন প্যাকেজ
প্রায় আড়াই বছর হলো চালু হয়েছে পুরস্কারটা। ২০১৩-১৪ মৌসুমের শুরু থেকে। কিন্তু অদ্ভুতভাবে বার্সেলোনার কোনো ফুটবলার এতোদিন পাননি মাসের সেরা ফুটবলারের পুরস্কারটা। সদ্য শেষ হওয়া নভেম্বর মাসের সেরা ফুটবলার হিসেবেই প্রথম দেখা গেল বার্সেলোনা তারকাকে। আর তিনি লিওনেল মেসি নন। নেইমার ডি সিলভা জুনিয়র।
মেসি না থাকার সময়টা লুইস সুয়ারেসের সঙ্গে জুটি বেঁধে বার্সেলোনাকে এগিয়ে নিয়ে গিয়েছেন ব্রাজিলীয় তারকা। ১৪টি গোল করে এই মুহূর্তে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনি। বার্সেলোনার জার্সিতে যখন চমক দেখাচ্ছেন নেইমার, অন্য ক্লাব থেকে উৎসুক নজর তো পড়বেই তার উপর।
যেমন মঙ্গলবারই স্প্যানিশ এক ওয়েবসাইটের খবরে চাঞ্চল্য ছড়ালো ব্রিটিশ ফুটবল জগতে। ওয়েবসাইটটিতে খবর, আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই ১৪ কোটি ৩৯ লাখ পাউন্ডের বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে আসতে চলেছে লুই ফন গালের দলটি। ম্যানচেস্টারের ক্লাব বিশাল অঙ্কের অর্থ নিয়ে এই ট্রান্সফার উইন্ডোয় নামতে চাইছে।
তাদের প্রধান লক্ষ্য নেইমার এবং গ্যারেথ বেল। কয়েকদিন আগেই নেইমার জানিয়েছেন, তিনি বার্সেলোনাতেই থাকতে চান। এখন ইংল্যান্ডের ক্লাবের সমর্থকরা অপেক্ষায় ইউনাইটেড সত্যিই এই প্রস্তাব দিলে নেইমার কী করেন! তার দেখার জন্য।
বার্সেলোনা ক্লাবে অবশ্য এ নিয়ে কোনো টেনশন নেই। চ্যাম্পিয়ন্স লিগে নিয়মরক্ষার ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামার আগে তারা কতোটা ফুরফুরে বোঝা যাবে ছোট্ট ঘটনাতেই।
আন্দ্রে ইনিয়েস্তা, তার নিজস্ব ভাইনইয়ার্ডের একটি উৎকৃষ্ট ওয়াইনের বোতল উপহার দিয়েছেন মিডফিল্ডে তার সঙ্গী ইভান রাকিটিচকে। ক্রিসমাসের উপহার।
আইএইচএস/বিএ