বিজয় দিবসে এমপিদের প্রচারণা না চালাতে চিঠি


প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

বিজয় দিবসের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন (ইসি)। ওই সময় দলীয় কর্মসূচি পালনের জন্য অনেক এমপিই নিজ এলাকায় অবস্থান করবেন। সে সময় তারা দলীয় কর্মসূচির সঙ্গে নির্বাচনী প্রচারণা চালালে আইন ভঙ্গ হবে। এক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে অসুবিধা সৃষ্টি হতে পারে। এজন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্যান্য দলগুলোকে এ বিষয়ে সতর্ক করে চিঠি দিয়েছে ইসি।
 
ওই সব দলের মহাসচিবের কাছে মঙ্গলবার রাতে চিঠি দিয়েছে ইসি। এমপিরা যেন দলীয় কর্মসূচির সঙ্গে নির্বাচন প্রচারণা মিলিয়ে না ফেলেন, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে চিঠিতে।

এইচএস/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।