পাঠদানে শিক্ষকদের আরো যত্নবান হতে হবে : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের আরো যত্নবান হতে হবে। শ্রেণিকক্ষে এমন আকর্ষণীয়ভাবে পাঠদান করতে হবে যাতে শিক্ষার্থীরা ক্লাস বিমুখ না হয়।

বুধবার দুপুরে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ আয়োজিত মহান বিজয় দিবসের উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে শুধু শ্রেণিকক্ষকে আকর্ষণীয় করলেই চলবে না সঙ্গে শিক্ষকদেরও আকর্ষণীয় হতে হবে।

অনুষ্ঠান শেষে কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে  ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ইমাম হোসেন।
 
এনএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।