অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত ভারতীয় বোলার


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

দিল্লি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে করা তার অফ স্পিন ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এক বিবৃতে জানায়, প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩ ওভার বল করেছিলেন ধাওয়ান। যেখানে তার অফ স্পিন নিয়ে ইতোমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

এর ফলে নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে আইসিসি নির্ধারিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হবে ধাওয়ানকে। ফল বের হওয়ার আগ পর্যন্ত বোলিং করতে পারবেন তিনি।

তবে এ নিয়ে শঙ্কিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ খণ্ডকালীন স্পিনার হিসেব খুব কমই তাকে ব্যবহার করে থাকে ভারত।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।