তৃতীয় দিনে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ১৪ নভেম্বর ২০১৪

চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে।

ব্যাটিংয়ে নেমেছেন দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা ও সিকান্দার রাজা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৩ রানে জবাবে জিম্বাবুয়ে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১১৩ রান করে। সিকান্দার রাজা ৫৪ ও মাসাকাদাজা ৫১ রানে ব্যাটিং করছেন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ও ইমরুলের জোড়া শতকে ৫০৩ রান করে বাংলাদেশ। চট্টগ্রামের মাটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। একই সঙ্গে  প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান। তামিম ১০৯, ইমরুল ১৩০ রান করেন। এ ছাড়া সাকিব ৭১ ও রুবেল হোসেন ৪৫ রান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।