আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত: ০২:৪০ এএম, ১৪ নভেম্বর ২০১৪

মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে ‘দুর্দান্ত’ সূচনা করেছে বাংলাদেশ। কৃষ্ণ রানি সরকারের হ্যাটট্রিকের সুবাদে আফগানিস্তানকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে অপর গোল তিনটি করেন মাইনু মারমা, সাবিনা খাতুন ও মুনমুন আখতার।

বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদের জিন্নাহ জাতীয় স্টেডিয়ামে `এ` গ্রুপের ম্যাচটিতে শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। খেলার ২৪তম মিনিটে মারজান গোল করে আফগানদের এগিয়ে নেন।

তবে ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশের মেয়েরা। ১০ মিনিট পর দলকে সমতায় ফেরান মাইনু। ৩৬তম মিনিটে ব্যবধান বাড়ান কৃষ্ণা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পান কৃষ্ণা। ৬২তম মিনিটে ব্যবধান ৪-১ করেন সাবিনা। আর ৬৯তম মিনিটে কৃষ্ণা তার হ্যাটট্রিক পূর্ণ করেন। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আফগানদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মুনমুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।