কুমিল্লার সামনে রংপুরের ১৫৩ রানের চ্যালেঞ্জ


প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

অবশেষে বাধ্য হয়ে বল হাতে তুলে নিলেন মাশরাফি বিন মর্তুজা। ঠিক স্পিন কিংবা পেস নয়, ছোট্ট রানআপে এক ওভার বোলিং করলেন তিনি। রান দিলেন ১২। কোন উইকেট নেই। চেষ্টা করেছিলেন জহুরুল ইসলাম অমির উইকেট নেয়ার। সফল হননি। অবশেষে সেই অমির ৫০ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।

ম্যাচের আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আমন্ত্রন পেয়ে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি সিলেটের। ৬ রানের মাথায় সৌম্য সরকারের উইকেট হারায় রংপুর। তবে লেন্ডল সিমন্স আর জহুরুল ইসলাম অমির ব্যাটে ঘুরে দাঁড়ায় সাকিবের দল।

দু’জন মিলে গড়েন ৩৩ রানরে জুটি। ১৩ রান করে সিমন্স আউট হয়ে গেলেও একপ্রান্ত ধরে রেখে রংপুরের রান বাড়িয়ে যেতে থাকেন অমি। সাকিবের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন তিনি। ১৫ বলে ২০ রান করেন সাকিব। ৪ বলে ৫ রান করে আউট হয়ে যান থিসারা পেরেরা।

তবে ড্যারেন স্যামি এসে রান বাড়িয়ে যান। ২০ বলে তিনি করেন ২৪ রান। ৭ বলে ১২ রান করেন মোহাম্মদ নবি। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অপর প্রান্ত ধরে রাখেন অমি এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে কুমিল্লার সামনে রংপুরকে ৬ উইকেটে ১৫৩ রানের বড় চ্যালেঞ্জ এনে দেন তিনি।

কুমিল্লার আবু হায়দার রনি নেন সর্বোচ্চ ২ উইকেট। একটি করে উইকেট নেন শোয়েব মালিক, আসহার জাইদি, আন্দ্রে রাসেল এবং কামরুল ইসলাম রাব্বি।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।