বেরোবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি : একজনের কারাদণ্ড


প্রকাশিত: ১১:২০ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)`র ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার মাজাহিদাবাদ ইউনিয়নের বটতলী গ্রামের মো. আবকর আলীর ছেলে মো. আল মাসুম পারভেজ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী মঙ্গলবার অনুষ্ঠিত বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কানে ইলেক্ট্রনিক ডিভাইজ বসিয়ে বাইরে থেকে শুনে প্রশ্নের উত্তর লিখছিল। কক্ষ দায়ীত্বপ্রাপ্ত পর্যবেক্ষকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের পর কানের ভেতর থেকে ইলেকট্রিক ডিভাইস বের করা হয়।

পরবর্তীতে বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৮ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিন কারাদণ্ডে আদেশ দেন আদালত।

রংপুর সদরের সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী মেজিস্ট্রেট মো. ফাউজুল কবীর এবং নির্বাহী মেজিস্ট্রেট এস এম নাজিয়া সালতানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. মোর্শেদ উল আলম রনি, প্রক্টর (চলতি দায়িত্ব) মো. শাহিনুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একইদিন (মঙ্গলবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)`র ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।