দেশের অর্জন বানচালের চেষ্টা করছেন কিছু রাজনীতিক : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশে সর্ব প্রথম শিশুদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মাতৃত্বসুলভ আচরণ বিভিন্ন খানে প্রকাশিত হয়। তিনি মায়ের মন নিয়ে বড় বোনের মন নিয়ে কাজ করেন। এর জন্য ইতোমধ্যে তিনি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ হয়েছেন।
গত কয়েক দিন আগে আরেকটি গর্ব-অহংকার তিনি অর্জন করে এনেছেন। সেটা হচ্ছে পৃথিবীতে যতজন চিন্তাবিদ আছেন তার মধ্যে তিনি অন্যতম একজন। তিনি যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সুনাম অর্জন করে আনছেন; ঠিক সেই মুহূর্তে আমাদের দেশীয় কিছু রাজনৈতিক নেতৃবর্গ বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করে দেশের অর্জনটাকে বানচাল করার চেষ্টা করছে।
তিনি বলেন, আশা করছি, বাঙালি জাতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আমি বিশ্বাস করি, বর্তমানে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি সেই ৭১-এর মতো একত্রিত হয়ে বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটা অব্যাহত রাখবে।
তিনি সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী রিসোর্টে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপি শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে ডা. এনামুর রহমান এমপি, কাজী রোজী এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, শামসুল আলম দুদু এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, কামরুন নাহার চৌধুরী এমপি, হোসনে আরা লুৎফা ডলিয়া এমপি, সেফ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার চৌধুরী তাইয়ব, পরামর্শক বেলাল উদ্দিন, ম্যানেজার নাসিমা বেগম ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম/বিএ