বিপিএল মাতাতে ঢাকায় আদ্রে রাসেল


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে দলগুলো বড় রানের দেখা পাচ্ছে না। ফলে এই সংস্করণের ক্রিকেটীয় জৌলুস ধরে রাখতে দলগুলো উড়িয়ে আনছেন বড় বড় তারকা। ইতোমধ্যেই ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিকদের মত টি-টোয়েন্টি ক্রিকেটের বিধ্বংসী তারকারা ঢাকায় পা রেখেছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন আরেক ক্যারিবিয়ান টি-টোয়েন্টি স্পেশালিস্ট আন্দ্রে রাসেল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে দলের সাথে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অল-রাউন্ডার। সোমবার বিকাল ৫টায় ঢাকার হজরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান এই ক্যারিবিয়ান ক্রিকেটার। মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার।

রাসেলের আগমনে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলটি আরও শক্তিশালী হলো। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও বেশ কার্যকরী এই টি-টোয়েন্টি স্পেশালিস্টের।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।