দিন শেষে ৩৯০ রানে পিছিয়ে জিম্বাবুয়ে


প্রকাশিত: ১১:১৯ এএম, ১৩ নভেম্বর ২০১৪

চট্রগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৩ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান। এখনো জিম্বাবুয়ে দল বাংলাদেশের চেয়ে ৩৯০ রানে পিছিয়ে। সিকান্দার রাজা ৫৪ ও হ্যামিল্টন মাসাকাদজা ৫১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দলীয় ৯ রানে সফরকারীদের প্রথম উইকেট তুলে নেন বাংলাদেশ পেসার রুবেল হোসেন।

চট্রগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দল ৫০৩ রান করে অলআউট হয়। এটিই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর। এছাড়া চট্রগ্রামে বাংলাদেশের সেরা দলীয় ইনিংস এটি।

ইনিংসের শেষ ভাগে রুবেল হোসেনের দুর্দান্ত ৪৫ রানের ইনিংসের ওপর ভর করে ৫০০ রান পেরোয় বাংলাদেশ। দশম উইকেট জুটিতে রুবেল-জুবায়ের যোগ করেন ৪৯ রান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।