শুরুতেই দুই ওপেনারের বিদায়


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বরিশাল বুলস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেটে ৪০ রান।  

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে শোয়েব মালিকের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান টি- টোয়েন্টির সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল (৮)। মালিকের পর বরিশাল শিবিরের আঘাত হানেন স্টিভান্স। নবম ওভারে আরেক ওপেনার লুইসকে (১৫) শোয়েব মালিকের তালুবন্দি করে সাজঘরে ফেরান ইংলিশ এই তারকা।

বরিশাল বুলস :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),সাজেদুল ইসলাম, রনি তালুকদার, মেহেদী মারুফ, সাব্বির রহমান, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, রাইয়াদ ইমরিত, এভিন লুইস, ক্রিস গেইল, সেকুগে প্রসন্ন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স :
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, ডলার মাহমুদ, অলক কাপালি, আবু হায়দার, শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ড্যারেন স্টিভান্স, আশহার জাইদি।

এমআর/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।