মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাজে মনোযোগী হতে প্রধানমন্ত্রীর নির্দেশ


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

মন্ত্রী সভার সকল সদস্যকে কাজে মনোযোগী হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। তিনি শুধু কথা নায়, কাজের মাধ্যমে দেশের উন্নয়নে  সবাইকে আরো মনোযোগী হতে বলেছেন প্রধানমন্ত্রী।  

সোমবার মন্ত্রী সভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রী সভার দুই সদস্য প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা স্বীকার করেছেন।

তারা বলেন, প্রধানমন্ত্রী আমাদের দাফতরিক কাজে আরো বেশি মনোযোগি হতে বলেছেন। কোন ফাইল যাতে আটকে না থাকে, জনসেবা যাতে কোন ভাবেই ব্যাহত না হয় সেটি খেয়াল রাখতে বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, দফতের কাজে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের প্রকল্পগুলো ঠিক মতো চলছে কিনা তা দেখতে হবে। প্রয়োজনে প্রকল্প দ্রুত বাস্তবায়নে হস্তক্ষেপ করতে হবে। এছাড়া চলতি মেয়াদের বাকি সময়গুলো আরো বেশি বেশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে মনোযোগি হতে নির্দেশ দিয়েছেন তিনি।     

একই সঙ্গে সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নির্দেশ দিয়েছন প্রধানমন্ত্রী।  

এসএ/এআরএস/পিআর/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।