নিউক্যাসলের কাছে লিভারপুলের হার


প্রকাশিত: ০৩:৪১ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

চলতি মৌসুমে ব্রেন্ডন রজার্সের স্থলাভিষিক্ত হওয়ার পর সময়টা ভালোই কাটছিল ইয়ুর্গেন ক্লপের। তবে এবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে বড় অঘটনের শিকার হয়েছে ক্লপের দল। প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হারে লিভারপুল।

রোববার ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে প্রতিপক্ষ শিবিরকে কোণঠাসা করে রাখে লিভারপুল। তবে ফরোয়ার্ডের ব্যর্থতায় গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় ক্লপের শিষ্যরা।

livarpul

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। তবে উল্টো ম্যাচের ৬৯ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। ডাচ মিডফিল্ডার জিওর্জিনিয়ো ভেইনালডামের আড়াআড়ি শট রুখতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মার্টিন স্কার্টেল।

১-০ গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় লিভারপুল। তবে হিতে বিপরিত হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভেইনালডাম নিজেই গোল করে লিভারপুলের ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকুও শেষ করে দেন। এ হারে ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিভারপুল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।