বিএমডিসি সনদ এখন অনলাইনে


প্রকাশিত: ১১:১৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের শিক্ষার্থীদের জন্য অনলাইনে সাময়িক সনদ (প্রভিশনাল সার্টিফিকেট) প্রদানের ডিজিটাল পদ্ধতি চালু করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় পাসের পর মেডিকেল শিক্ষার্থীদেরকে সাময়িক সনদ সংগ্রহের জন্য এতোদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বিজয়নগরের বিএমডিসি কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে হতো। তবে এখন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে স্ব স্ব কলেজ থেকেই সাময়িক সনদ হাতে পাচ্ছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছর এমবিবিএস পাস করার পর ইন্টার্নশিপ শুরু করতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিএমডিসির দেয়া সাময়িক সনদের প্রয়োজন হয়। এক্ষেত্রে এতোদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সদ্যপাস করা ডাক্তারদের বিএমডিসিতে এসে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করে সাময়িক সনদ সংগ্রহ করতে হতো।

বিএমডিসির রেজিস্ট্রার ডা. জেড এইচ বসুনিয়া রোববার জাগো নিউজকে জানান, মূলত সদ্যপাস করা ডাক্তারদের ভোগান্তি কমাতেই ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে সাময়িক সনদ প্রদানের কার্যক্রম অক্টোবর মাস থেকে শুরু হয়েছে। এসময়ে মোট এক হাজার ৪১৮ জন শিক্ষার্থী অনলাইনে সাময়িক সনদ গ্রহণ করেছেন।

তিনি জানান, অনলাইনে আবেদন করার জন্য প্রতিটি মেডিকেল কলেজকে একটি নির্দিষ্ট কোড নম্বর প্রদান করা হয়েছে। সদ্যপাস করা চিকিৎসকরা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফরম পূরণ করে বিএমডিসিতে ই-মেইল করে পাঠান। কর্মদিবসের শুরুতে পাঠালে ওইদিনের মধ্যেই সাময়িক সনদ দেয়া সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

এমইউ/এসকেডি/এসএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।