পরিপূর্ণ মানুষ হতে সকল দিক থেকে জ্ঞানী হতে হয়


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

তথ্যমন্ত্রী হাসানুল ইনু বলেন, একজন পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে হতে হবে সকল দিক থেকে জ্ঞানী। এ জ্ঞান অর্জনে আনুষ্ঠানিক শিক্ষাক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞানের সকল শাখায় বিচরণ প্রয়োজন। এ জন্য এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার মিরপুর সেনানিবাসস্থ ‘বিজয় অডিটোরিয়ামে’ অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রবি ও বিইউপি লিটারেচার ফেস্ট-২০১৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

লিটারেচার ক্লাব আয়োজিত উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মেজর জেনারেল শেখ মামুন খালেদ।

এনএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।