ন্যায্য পাওনার দাবিতে পোশাক শ্রমিকদের স্মারকলিপি প্রদান


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১৩ নভেম্বর ২০১৪

হা-মীম স্পোর্টাস ওয়্যার খুলে দেওয়া এবং শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। পুলিশি বাধা উপেক্ষা করে তারা এ স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গার্মেন্টস শ্রমিকরা পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয় বলে দাবি করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন। পরে শাফিয়া পারভীনের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।