গ্যাংনাম স্টাইলের পথেই সাইয়ের ড্যাডি (ভিডিও)


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

দুনিয়া কাঁপাতে এবার নতুন গান নিয়ে হাজির ‘গ্যাংনাম স্টাইল’ খ্যাত কোরিয়ান র‌্যাপার সাই। তার নতুন গানটির নাম ‘ড্যাডি’।

গেল ৩০ নভেম্বর গানের ভিডিওটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। এরইমধ্যে এটি দেখা হয়েছে ২ কোটি ৯০ লাখেরও বেশিবার! যা সংগীতের ক্ষেত্রে নতুন রেকর্ডের সৃষ্টি করেছে। এই গানটিও গ্যাংনাম স্টাইলের মতো জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।

এই ভিডিওতে সাই নিজেই মডেল হয়েছেন। এখানে তাকে একইসাথে বেশ কয়েকটি চরিত্রে দেখা গেছে। বিভিন্ন বয়সের সাই তার হাস্যকর অঙ্গভঙ্গিতে মুগ্ধ করে চলেছেন দর্শকদের।

সাইয়ের গানগুলোর জনপ্রিয়তার মূল কারণ মূলত তার একটু ভিন্ন নাচের ভঙ্গি। ড্যাডি গানটিতে তেমন কোন ডান্স ব্রেক নেই যেমনটা ছিলো গ্যাংনাম স্টাইলে। তবে সংগীতবোদ্ধারা ধারনা করছেন গ্যাংনাম স্টাইলের বিশাল জনপ্রিয়তার ফলেই সাইয়ের নতুন গানে তেমন কোনো বিশেষত্ব না থাকার পরও তার দিকে ঝুঁকছে শ্রোতা-দর্শকেরা।

গানটি দেখুন ভিডিওতে :

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।