মুদারাবা বন্ড ছাড়বে এক্সিম ব্যাংক
শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেড ৪০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিন্ধান্ত নিয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদ টিয়ার-২ শর্ত অনুযায়ী মূলধন বাড়ানোর জন্য বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়। তবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুমতির পরেই সাত বছর মেয়াদী প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির ব্যাংকটি ২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা।
এসআই/এএইচ/আরআইপি