৫০৩ রানে অলআউট বাংলাদেশ


প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৩ নভেম্বর ২০১৪

বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে দশম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন পেসার রুবেল হোসেন ও স্পিনার জুবায়ের হোসেন। অবশ্য এর পুরো কৃতিত্বটাই রুবেলের।

জিম্বাবুয়ের বোলারদের অবলীলায় পিটিয়েছেন বাংলাদেশের এই পেসার। তার ব্যাটে ভরে করে চট্টগ্রাম টেস্টে ৫০০ রানের ফলক পেরিয়েছে মুশফিকবাহিনী। সব ক’টি উইকেট হারিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৫০৩ রানে। রুবেল-জুবায়ের জুটিতে জমা পড়েছে ৫১ রান। ব্যক্তিগত ৫ রানে জুবায়ের আউট হলেও রুবেল অপরাজিত থেকেছেন ব্যক্তিগত ৪৫ রান নিয়ে।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টেস্টর দ্বিতীয় দিনের খেলা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে। দ্বিতীয় দিনে খুব দ্রুতই উইকেট হারাতে শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বোলাররা একের পর এক বাংলাদেশী ব্যাটসম্যানদের সাজঘরের পথ দেখিয়ে দিয়েছেন।

প্রথম দিনের ২ অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক (৪৬) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫) রানে ব্যাটিং নেমেছিলেন। কিন্তু প্রথম ঘন্টাই তাদের সাজঘরে ফিরে যেতে হয়েছে। মুমিনুল দ্বিতীয় দিনে আরও ২ রান যোগ করেছেন। ৪৮ রানে পানিয়াঙ্গার বলে থার্ড স্লিপে টেলরকে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে ৪৮ রানে সাজঘরে ফিরেছন।

মুমিনুল আউট হওয়ার পর রিয়াদও ব্যক্তিগত ১৬ রান করে মাসাকাদজার বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন। মুশফিক ১৫ রান করে মাসাকাদজার শিকারে পরিণত হয়েছেন। আউট হওয়ার আগে ১৫ রান করেছেন মুশফিক। ব্যাট হাতে এদিনও সাকিব আল হাসান উজ্জ্বল ছিলেন। তার ব্যাট থেকে এসেছে ৭১ রান।

প্রথমদিনে ২ উইকেট হারিয়ে ৩০৩ রানে দিন শেষে করেছিল বাংলাদেশ দল। বুধবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন দ্বিতীয় দিনে চা পান বিরতি পর্যন্ত ব্যাটিং করার ইচ্ছা রয়েছে দলের। তারপরও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টের দল থেকে বাংলাদেশ দলে ২টি পরিবর্তন হয়েছে। পেসার শাহাদাত হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। এ ছাড়া ১৪ জনের দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলেও হয়েছে ২টি পরিবর্তন ম্যালকম ওয়ালার ও তেন্দাই চাতারা দল থেকে বাদ পড়েছেন।

উল্লেখ্য, ৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে ইতোমধ্যে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।