ব্যাটিং ব্যর্থতায় বিপর্যয়ে বরিশাল


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

প্রায় এক সপ্তাহ পর আবারো ঢাকায় ফিরলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের তৃতীয় পর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বরিশাল বুলস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ১০ ওভার শেষে ৭ উইকেটে ৩৭ রান।

ওপেনিংয়ে ক্রিস গেইলের সঙ্গে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই সোহেল তানভিরের শিকার হয়েছেন বিপিএলের চলতি আসরের প্রথম সেঞ্চুরিয়ান এভিন লেইস। প্রথম কয়েকটি ওভার দেখেশুনে ব্যাট চালালেও ইনিংসের চতুর্থ ওভারেই ঝড়ের আভাস দেন গেইল। মোহাম্মদ শহীদের ওভারের চতুর্থ বলটিকে গ্যালারিতে আছড়ে ফেলেন ক্যারিবীয়ান এই ব্যাটিং দানব। পরের বলটিও উড়িয়ে মারায় এমন কিছুর প্রত্যাশা ছিল তার ভক্তরা । কিন্তু শেষপর্যণ্ত নাজমুল হাসান মিলনের হাতে তালুবন্দি হন তিনি। আউট হওয়ার আগে ৮ বল মোকাবেলায় ১ ছক্কায় ৮ রান করেন গেইল।

এরপর রনি তালুকদার (৩) ও মাহমুদউল্লাহকে (২) সাজঘরে ফিরিয়ে দলের হয়ে জোড়া আঘাত করেন রুবেল হোসেন। বোপার বলে বোল্ড হয়ে সাব্বির দ্রুত ফিরে গেলে চাপে বরিশাল।  

সিলেট সুপারস্টারস:

শহীদ আফ্রিদি (অধিনায়ক),মুশফিকুর রহিম, রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, নূরুল হাসান, মোহাম্মদ শহীদ, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হোসেন মিলন, দিলশান মুনাবেরা, সোহেল তানভীর, রবি বোপারা।

বরিশাল বুলস :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),সাজেদুল ইসলাম, রনি তালুকদার, মেহেদী মারুফ, সাব্বির রহমান, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, মোহাম্মদ সামি, এভিন লুইস, ক্রিস গেইল, সেকুগে প্রসন্ন।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।