দ্বিতীয় আন্দোলন হবে জঙ্গিবাদের বিরুদ্ধে : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলো আমরা তখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিলাম সেটা ছিলো প্রথম আন্দোলন আর দ্বিতীয় আন্দোলন  হবে গুপ্ত হত্যা জঙ্গিবাদের বিরুদ্ধে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রোধে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন’ শীর্ষক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজক বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসেসিয়েশন।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলনের মূল লক্ষ্য ছিলো দেশের উন্নয়নের ধারা নষ্ট করা। তারা মানবতাবিরোধীদের রক্ষা করতে চায় , যারা পেট্রল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে তাদের বিচার বাঁধাগ্রস্থ করতেই দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে ষড়যন্ত্রকারীরা।

মন্ত্রী বলেন, ধর্মের নামে যারা  মানুষ হত্যা ও রাজনীতি করছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। যারা জাতীয় পতাকার পরিবর্তন চেয়েছিলো শহীদ মিনারে ভেঙ্গেছিলো তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

সংগঠনের সভাপতি মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, সহ সভাপতি এ কে এম ইসমাইল হক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক  শাখাওয়াত হোসেন প্রমুখ।

এএস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।