বেরোবির ভর্তি পরীক্ষা শুরু আজ


প্রকাশিত: ০২:৪৪ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, এবার ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ এক হাজার ৩০৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ২৯২ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা চলাকালীন সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি বলেন, প্রথম দিন কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) শাহীনুর রহমান জাগো নিউজকে বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো বিশৃঙ্খলা ও জালিয়াতির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।