শিক্ষা প্রকৌশলী শূন্যপদে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হবে


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

সহকারী শিক্ষা প্রকৌশলী শূন্যপদে শিগগিরই পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমানে জেলাভিত্তিক শিক্ষা প্রকৌশল কার্যালয় থেকে তৃণমূল পর্যায়ের শিক্ষা অবকাঠামোর নির্মাণকালীন তদারকি অত্যন্ত কঠিন। আর তাই উপজেলা পর্যায়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের কার্যালয় সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদফতর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, বেতন মওকুফ, বিদ্যালয়ে দুপুরের খাবার সরবরাহের মতো দরিদ্র শিক্ষার্থীদের জন্য সরকারের নানা কর্মসূচির ফলে সারাদেশে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এসব শিক্ষার্থীর জন্য ক্লাসরুমের ব্যবস্থা করতে গ্রামাঞ্চলে ব্যাপক অবকাঠামো নির্মিত হচ্ছে ।

শিক্ষা অধিদফতরের প্রকৌশলীদের উদ্দেশে নাহিদ বলেন, ফ্যাসিলিটিজ বিভাগকে শিক্ষা প্রকৌশল অধিদফতরে উন্নীত করায় কেবল কাজের পরিধি বেড়েছে তা নয়, ভাবমূর্তিরও ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে। নির্মাণকাজে দৃশ্যমাণ সত্যতা নিশ্চিত করে এ ভাবমূর্তি আরো উজ্জ্বল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এনএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।