আজকের জোকস : ০৫ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:০০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

ছেলে : বাবা, আমাকে একটা চশমা কিনে দাও। আমি দূরের কিছুই দেখতে পাচ্ছি না।
বাবা : (সূর্য দেখিয়ে) ঐটা দেখতে পাচ্ছিস?
ছেলে : হ্যাঁ, ঐটা তো সূর্য।
বাবা : আর কত দূরে দেখতে চাস!

****

সাকিব : দোস্ত দুই মাস পর তোর পরীক্ষা আর তুই কিনা কাজে ব্যস্ত!
রাকিব : দোস্ত বাবা বলেছেন এবারও যদি ফেল করি তবে কাজে লাগিয়ে দেবেন। তাই আগেভাগেই কাজে লেগে গেলাম।

****

এক নবদম্পতির বাচ্চা হয়েছে। ফুটফুটে নিখুঁত বাচ্চা। কিন্তু একটাই দোষ। বাচ্চা কোনো কথা বলে না। এভাবে চলে গেলো অনেকগুলো বছর।

প্রায় বারো বছর পর খাওয়ার টেবিলে বাচ্চা প্রথম কথা বলল, ‘আমাকে একটু চিনি দাও।’
মা-বাবা অবাক, কী ব্যাপার, তুমি এতদিন কোনো কথা বলোনি কেন?
ছেলে বলল, ‘এতদিন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আজ চায়ে চিনি কম হয়েছে।’

****

কানাই আর তার বান্ধবীর ঝগড়া চলছে-
কানাই : তোর জন্য আমার একদম শান্তি নেই, বিষ খাব সেই টাকাটাও আমার কাছে থাকে না।
তার বান্ধবী ব্যাগ থেকে একটা বিষের ছোট্ট বোতল বের করে কানাইয়ের হাতে দিয়ে বলল, ‘এই নাও বিষ, সবটুকু খেয়ে বোতলটা আমার বাড়িতে পৌঁছে দিও।’

****

ছেলে : বাবার কর্মকাণ্ড দেখেছ মা! রাত বারোটায় আমাকে poke মারছে।
মা : ঐটা হলো সতর্কবাণী। এরপর রাত ১২টায় অনলাইনে পাইলে কোনো poke-টোক মারবে না, ডাইরেক্ট গালে থাপ্পড় দিবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।