বাংলা ভাষায় শচিনের আত্মজীবনী


প্রকাশিত: ০৫:১০ এএম, ১৩ নভেম্বর ২০১৪

কিংবদন্তি শচিন টেন্ডুলকারের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ সাড়া ফেলে দিয়েছে গোটা ক্রিকেট দুনিয়ায়৷ মাস্টার-ব্লাস্টারের অটোবায়োগ্রাফি কার্যত ‘রেকর্ড ব্রেকিং’৷

যে পাবলিকেশন সংস্থা ইংরেজিতে এই বই প্রকাশ করেছিল, বইয়ের চাহিদায় এখন তাদের নাভিশ্বাস ওঠার জোগাড়৷ কিন্তু তার মাঝে আরো এক উদ্যোগ নিল সংস্থাটি৷ ‘ভারতরত্ন’ শচিনের আত্মজীবনী প্রতিটি ভারতবাসীর ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য এবার বিভিন্ন প্রাদেশিক ভাষায় অনুবাদ করে বইটি দ্রুত বাজারে আনতে চলেছে তারা৷ যেখানে বাংলার পাশাপাশি মারাঠি, হিন্দি, গুজরাটি, মালায়লাম, অসমিয়া এবং তেলেগু ভাষায় বইটি প্রকাশ পেতে চলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।