পৌর নির্বাচন : ১৩ হাজার ৬৮৯ জনের মনোনয়নপত্র জমা
দেশের ২৩৫টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২শ` ২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৬শ` ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭শ` ৯৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ হাজার ৬শ` ৮৯ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব রাজীব আহসান শুক্রবার রাতে জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, এসব মনোনয়ন শনি ও রোববার যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এবারই প্রথমবারের মতো দেশে কোনো স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচন হবে আগের নিয়মে নির্দলীয়ভাবে।
নির্বাচনে প্রায় ৩ হাজার ৫শ ৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে পুরুষ ভোটার প্রায় ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ জন এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন। ভোটগ্রহণ করবেন ৬১ হাজার ১৪৩ জন কর্মকর্তা।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৫টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)। যাচাই-বাছাই হয়েছে শনি ও রোববার (৫ ও ৬ ডিসেম্বর)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।
এইচএস/একে