শীর্ষ তালেবান নেতা মোল্লা মনসুর মারা গেছেন
আফগান তালেবান গোষ্ঠীর শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর গুরুতর আহত অবস্থায় মারা গেছেন। শুক্রবার আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
চীনাভিত্তিক সিনহুয়া নিউজ এজন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তানে কোয়েটায় জঙ্গি-বিদ্রোহীদের এক বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে বিবাদের জেরে গোলাগুলিতে মনসুর গুরুতর আহত হয়ে পরবর্তী সময়ে মারা যান।
তালেবান নেতা মোল্লা আমির খান মুত্তাকির বরাতে সিনহুয়া জানিয়েছে, মোল্লা আখতার মনসুর বৃহস্পতিবার মারা গেছেন।
এরআগে বিবিসি জানিয়েছিল, কথা কাটাকাটির এক পর্যায়ে এই গোলাগুলি শুরু হয়। এতে তালেবান গোষ্ঠীর সশস্ত্র চার সদস্য মারা গেছেন।
এর আগে গত জুলাইয়ে তালেবান গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর খবর ঘোষণার পর মোল্লা মনসুরকে তালেবানের সর্বোচ্চ নেতা মনোনীত করা হয়। কিন্তু এ নিয়ে ইসলামপন্থি মৌলবাদী জঙ্গিগোষ্ঠীটির মধ্যে বিভক্তি শুরু হয়।
জেডএইচ/পিআর