রাবির হলে পঁচা আলু রান্না : শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ১০:৪১ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি আবাসিক হলের ডাইনিং ও ক্যান্টিনে বিভিন্ন খারার তৈরিতে ব্যবহার করা হচ্ছে পঁচা আলু ও পেঁপে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দ আমির আলী হলে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

হল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হলের ডাইনিং পরিচালনা করে আসছেন হাসেম আলী। আর ক্যান্টিন পরিচালনা করছেন কাসেম নামের অপর একজন। সকালে হলের ডাইনিংয়ের দরজা লাগিয়ে রান্নার জন্য পঁচা আলু কাট ছিলেন কয়েকজন কর্মচারী। এক শিক্ষার্থী সেটা দেখে অন্যদের জানান। এরপর হলের শিক্ষার্থীরা ডাইনিংয়ের সামনে এসে বিক্ষোভ শুরু করলে হাসেম ও কাসেম পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, ডাইনিংয়ের রান্না ঘরের পাশে পড়ে আছে বিশাল আলুর স্তুপ। সেখানে সবগুলো আলুই পঁচা। আর সেই পঁচা আলু থেকে কেটে ভালো অংশ রান্নার জন্য রাখা হচ্ছে। এসব পঁচা আলুর গন্ধে পাশে দাঁড়িয়ে থাকাটাও দায়।

Rajshahi

হলের আবাসিক শিক্ষার্থী রাসেল কবির জাগো নিউজকে জানান, বেশ কিছুদিন ধরেই তারা রান্নার কাজে পঁচা আলু ব্যবহার করছেন। আর এসব খেয়ে শিক্ষার্থীরা প্রায়ই অসুস্থ হচ্ছেন। হল প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি। আজতো হাতেনাতে তাদের ধরা হলো।

হলের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ডাইনিং এবং ক্যান্টিনে বেশিরভাগ সময়ই অস্বাস্থ্যকর পরিবেশে বাসি ও পঁচা খাবার খাওয়ানো হয়। এসব ঘটনায় পরিচালক হাসেম ও কাসেমই দায়ী। এ বিষয়ে জানতে ডাইনিং এবং ক্যান্টিন পরিচালক হাসেম ও কাসেমকে মোবাইল করা হলে তারা কেউই রিসিভ করেননি।

হলের দায়িত্বপ্রাপ্ত আবাসিক শিক্ষক এস এম মোখলেসুর রহমান জাগো নিউজকে জানান, যারা পঁচা ও বাসি খাবার পরিবেশন করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ছুটিতে আছি, এ বিষয়ে আমি এখন কিছুই বলতে পারছি না।

রাশেদ রিন্টু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।