চ্যানেল আই প্রাঙ্গণে হুমায়ূন মেলা


প্রকাশিত: ০৩:২৪ এএম, ১৩ নভেম্বর ২০১৪

আজ হুমায়ূন আহমেদের জন্মদিন। দেশের টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। বেলা ১১টা ৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত চ্যানেল আইয়ে দেখা যাবে হুমায়ূন মেলা।

চ্যানেল আই প্রাঙ্গণে বসবে এ মেলা। থাকবে সংগীত, আবৃত্তি, নৃত্য, সাক্ষাৎকার, চিত্রাঙ্কন, স্মৃতিচারণ ও নাটক। মেলা পরিচালনা করবেন আমিরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। বিকাল ৫টা ২ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে `ও আমার উড়াল পঙ্খীরে`। উপস্থিত থাকবেন সুবীর নন্দী ও এস আই টুটুল। উপস্থাপনা মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের বিখ্যাত গান `ও আমার উড়াল পঙ্খীরে` ও `একটা ছিল সোনার কন্যা` গেয়েছেন সুবীর নন্দী।

অন্যদিকে `চান্নি পসর রাইতে`, `আমি আজ ভেজাব চোখ`, `নদীর নামটি ময়ূরাক্ষী` গানগুলো গেয়েছেন এস আই টুটুল। গান করতে গিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে বেশ সখ্যও গড়ে উঠেছিল এ দুই শিল্পীর। গানগুলো সৃষ্টির গল্প অনেকেরই অজানা। অনুষ্ঠানে সেই গল্প বলবেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।