উইকেট না বোঝার কারণেই হেরেছি : জার্গেনসন


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

চিটাগাং ভাইকিংসের বিপক্ষে নয় উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছিল রংপুর রাইডার্স; কিন্তু পরের ম্যাচেই ছন্দপতন। বরিশাল বুলসের সামনে দাঁড়াতেই পারেনি তারা। দুই ম্যাচে দুটি ভিন্ন চিত্র কেন? ব্যাখ্যা দিলেন দলের অস্ট্রেলিয়ান কোচ শেন জার্গেনসন। জানালেন উইকেট না বুঝে অতিরিক্ত আক্রমণাত্মক খেলাই কাল হয়েছে তাদের জন্য।

ম্যাচে এমন পরাজয়ে দারুণভাবে হতাশ রংপুর রাইডার্স। স্বাভাবিকভাবেই পরাজিত দল আগে আসে সংবাদ সম্মেলনে। কিন্তু এদিন তারা আসলেন পরে এবং অনেক পরে যে, সংবাদ সম্মেলন শেষ হতেই দেখা গেলো শুরু হয়ে গেছে দ্বিতীয় ম্যাচ। পরাজয়ের কারণে হতাশা না লুকিয়ে জার্গেনসন বলেন, ‘আমরা আসলে উইকেটকে ভালোভাবে পরখ করতে পানিনি। খুব বেশি আক্রমণাত্মক খেলেছি। আপনাকে টি-টোয়েন্টি এভাবেই খেলতে হবে; কিন্তু এখন পেছনে তাকিয়ে দেখতে হবে আমরা কিভাবে উইকেট হারিয়েছি এবং শেষ পর্যন্ত আরও কিছু রানের প্রয়োজন ছিল।’

নিজেদের পরিকল্পনায় ছিল উইকেটে মানিয়ে নিয়ে খেলা; কিন্তু দলের ব্যাটসম্যানরা তা করতে পারেনি এ জন্য হতাশ জার্গেনসন। বিশেষ করে দলের সেরা তারকারা বাজে খেলায় একটু বেশি হতাশ তিনি। স্কোরবোর্ডে আরও ১০-১৫ রান ওঠাতে পারলে ফলাফল অন্যরকম হতে পারতো বলে মনে করেন তিনি। দলের সিনিয়র খেলোয়াড়দের আরও দায়িত্ব নিতে হবে বলে জানান এই অস্ট্রেলিয়ান।

জার্গেনসেন বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের শট নির্বাচন যেমন চাচ্ছি তেমন হচ্ছে না। প্রথম ছয় ওভারে এত বেশি উইকেট হারানো আমাদের পরিকল্পনায় নেই। আগের ম্যাচে ভালো খেলার পর এই ম্যাচে দল হিসাবে আমাদের পারফরম্যান্স হতাশাজনক। বিশেষ করে এভাবে হেরে যাওয়াটা।’

টি-টোয়েন্টি যতই ধুম-ধাড়াক্কা খেলা হোক না কেন, উইকেটে থেকে তার গুণাগুণ বিশ্লেষণ করে, বলের মেধা বুঝে খেলতে হবে বলে মনে করেন জার্গেনসেন। প্রথম ছয় ওভারকে অনেক গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। আর এ ধরণের স্বল্প পরিসরের ম্যাচে যে যত কম ভুল করবে, সেই জিতবে এমনটাই মনে করেন এ অস্ট্রেলিয়ান।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।