‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন


প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের অগ্রগতির বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম তথ্য তুলে ধরেন। এটা মানুষ মনে রাখে না। এ বইয়ে লিখিত তথ্য সবার জন্য সহায়ক হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে রচিত বইটিতে শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, বিদ্যুৎ ও খাদ্যে অগ্রগতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

এসময় আরো উপস্থিতি ছিলেন, পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদ, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী অতিরিক্ত সচিব এএস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ।

প্রসঙ্গত, ২০১২ সালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠিত হয়। ২০১২-১৩ অর্থবছরে এই ট্রাস্টের মাধ্যমে স্নাতক বা সমমান পর্যায়ের এক লাখ ২৯ হাজার ৮১০ জন ছাত্রীকে প্রায় ৭৩ কোটি টাকা উপবৃত্তি দেয়া হয়েছে। পরের বছর এক লাখ ৪৮ হাজার ৪০২ জন ছাত্রী ও ১৪ হাজার ৬৭৭ জন ছাত্রকে ৯১ কোটি ৬৫ লাখ টাকা উপবৃত্তি দেয়া হয়েছে।

এনএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।