জবিতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় আলোচনা সভা


প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহ কার্যক্রম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নীলদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক অনন্য ইতিহাস। সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। যাতে করে এ জাদুঘরে সকল বাঙালির অংশীদারিত্ব থাকে এবং সকলেই গর্বের সাথে বলতে পারে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর ...আমার জাদুঘর’।”

বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং সকলকে এই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তবহিল সংগ্রহে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় নীলদলের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ জাদুঘর তহবিল সংগ্রহ কমিটির সদস্য-সচিব ড. আবুল কালাম মো. লুৎফর রহমান এবং সভাপতিত্ব করেন নীলদলের  সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম মনিরুজ্জামান।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীলদলের পক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিলে প্রারম্ভিক সহায়তা চেক ট্রাস্টি মফিদুল হক-কে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গ, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধের তিনটি উল্লেখযোগ্য চলচ্চিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শিত হবে।

এসএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।