কাঁচা পাট রফতানি নয়


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫
ছবি : সংগৃহীত

পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে চায় সরকার। এজন্য পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অপরদিকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচা পাট রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেবী পারভীন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

এর আগে গত ২ নভেম্বর পাট অধ্যাদেশ এর একই ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে এক মাস কাঁচা পাট রফতানি বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর সঠিক বাস্তবায়নের নিমিত্তে পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচা পাট রফতানি বন্ধ রাখা হলো।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।