মধ্যরাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১২ নভেম্বর ২০১৪

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মধ্যরাতে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ইস্তাম্বুলে ব্রাজিলের প্রতিপক্ষ তুরস্ক। অন্যদিকে আর্জেন্টিনা মাঠে নামছে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ব্রাজিল-তুরস্কের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও টেন অ্যাকশন।

লুইস ফেলিপে স্কলারি দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের কোচ হন কার্লোস দুঙ্গা। দায়িত্ব নিয়ে এ পর্যন্ত চারটি প্রীতি ম্যাচ খেলেছেন। জয় পেয়েছেন চারটিতেই। এ যাত্রায় ব্রাজিল হারিয়েছে কলম্বিয়া, ইকুয়েডর, চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা ও জাপানকে। আজ এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখাটাই ব্রাজিল কোচের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কারণ, ২০০২ বিশ্বকাপে তুরস্ক কাঁপিয়ে দিয়েছিল ব্রাজিলকে। তাদের সেই পারফরম্যান্স এখনো দাগ কেটে আছে কার্লোস দুঙ্গার মনে। তবে, তুরস্কের সেই অবস্থা এখন আর নেই। সাম্প্রতিক ফর্মও ভালো নয়। সর্বশেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছে ফাতিহ তেরিমের দল। অন্যদিকে ব্রাজিল রয়েছে দুর্দান্ত ফর্মে। টানা চার ম্যাচ জিতে রীতিমতো উড়ছে ব্রাজিল। তবে আজ আর আগামী সপ্তাহে অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটো জিতে অন্তত মাথা উঁচু রেখে বছরটা শেষ করতে চান ব্রাজিলের কোচ দুঙ্গা।

আজকের (বুধবার) ম্যাচে ব্রাজিল দলে তরুণ খেলোয়াড়দের আধিক্য বেশি চোখে পড়তে পারে। অভিষেক ঘটতে পারে আন্দেরসন তালিসকার।

এদিকে তিন বছরেরও অধিক সময় পর আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন কার্লোস তেভেজ। আলেসান্দ্রে সাবেলার চোখে তেভেজ না পড়লেও নতুন কোচ টাটা মার্টিনোর চোখে ঠিকই পড়েছেন তিনি। আর সে কারণে আজ সেরা একাদশে দেখা যেতে পারে জুভেন্টাসের হয়ে খেলা আর্জেন্টাইন তারকাকে। সবশেষ ম্যাচে আর্জেন্টিনা ৭-০ গোলে হারিয়েছিল হংকংকে। আজও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছেন না টাটা মার্টিনো।

ব্রাজিল আর্জেন্টিনা ছাড়াও মাঠে নামছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। ঘরের মাঠে মেক্সিকোর মুখোমুখি হবে ডাচরা। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।