কোপা ডেল রে থেকে বাদ পড়ছে রিয়াল!


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

ইসকোর জোড়া গোলে কোপা ডেল রে’র শেষ ৩২ এর লড়াইয়ে কাদিজের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এমন সহজ জয়ের ম্যাচেও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি রিয়াল মাদ্রিদ। রাশিয়ান তারকা চেরিসেভ বিতর্কের কারণে এবারের কোপা ডেল রে থেকে রিয়ালকে বাদ দিতে পারে লা লিগা কর্তৃপক্ষ।

real

বুধবার ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল, টনি ক্রুসদের বিশ্রামে রেখে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। আর এদের পরিবর্তে দলে তরুণদের জায়গা দেন বেনিতেজ। তবে রাশিয়ান তারকা ডেনিস চেরিসেভকে একাদশে জায়গা দিয়ে বিপদের মুখে পড়তে যাচ্ছে রিয়াল। গত মৌসুমে কোপা ডেল রে তে তিনটি হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন ডেনিস চেরিসেভ। ফলে বুধবারের ম্যাচে তার খেলাটা নিয়মসিদ্ধ নয়। চেরিসেভকে মাঠে নামানোয় চলতি কোপা ডেল রে থেকে বাদ পড়তে পারে রাফায়েল বেনিতেজের দল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।