সরকারি হাসপাতালে এমএসআর খাতে ১২৩ কোটি টাকা বরাদ্দ


প্রকাশিত: ০২:০১ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

দেশের সকল সরকারি হাসপাতালে এমএসআর (মেডিসিন, সার্জিক্যাল, রিএজেন্ট) খাতে প্রায় ১২৩ কোটি টাকার অর্থ বরাদ্দ মঞ্জুর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খোঁজ নিয়ে জানা গেছে, এমএসআর খাতে মোট বরাদ্দকৃত অর্থের মধ্যে শর্তসাপেক্ষে ৪১২টি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ কোটি ২৩ লাখ ৩ হাজার ২৪৫ টাকা, ৬২টি জেলা সদর ও জেনারেল হাসপাতালে ২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার ২০ টাকা, ১৬টি বিশেষায়িত হাসপাতালে ১০ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ৮৪১ টাকা ও ১৫টি মেডিকেল কলেজ হাসপাতালের অনুকূলে ৬৬ কোটি ৮১ লাখ ৭৯ হাজার ৭৮৪ টাকা ও অন্যান্য ৫টি ইউনানি, হোমিওপ্যাথি ও বক্ষ্মব্যাধি হাসপাতালের অনুকূলে ২৪ লাখ ৪৯ হাজার ৫৩০ টাকা বরাদ্দ দেয়া হয়।

এমএসআর মালামাল গ্রহণ ও ব্যয় মঞ্জুরির প্রস্তাব মন্ত্রণালয় প্রেরণের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিআর) ২০০৬ ও ২০০৮ অনুসরণ করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
 
সূত্র জানায়, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল ২ অধি শাখার উপসচিব রেহানা ইয়াসমিন বিভিন্ন সরকারি হাসপাতালে অর্থ বরাদ্দের বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, এমএসআর খাতে শয্যা প্রতি বরাদ্দকৃত টাকার মধ্যে শতকরা ৩৫ ভাগ টাকায় এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড (ইডিসিএল) বহির্ভূত ওষুধ ও দন্ত চিকিৎসার উপকরণ, শতকরা ২০ ভাগ টাকায় এমএসআর যন্ত্রপাতি ক্রয়, শতকরা ১০ ভাগ টাকায় গজ, ব্যান্ডেজ ও তুলা, শতকরা ১০ ভাগ টাকায় লিলেন, শতকরা ১০ ভাগ টাকায় এমএসআর যন্ত্রপাতি মেরামত, শতকরা ৫ ভাগ টাকায় এক্সরে ফিল্ম ও ইসিজি পেপার ক্রয়, শতকরা ৫ ভাগ টাকায় অক্সিজেন ও অন্যান্য গ্যাস সরবরাহ, শতকরা ৫ ভাগ টাকা প্রয়োজনীয়তা অনুসারে এমএসআর নির্বাচনী কমিটি খরচ করবে ।

জানা গেছে, ৩১ থেকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা প্রতি ১০ হাজার টাকা, ২৫০ শয্যার জেলা সদর ও জেনারেল হাসপাতালে শয্যা ১৫ হাজার ৫০০ টাকা, বিশেষায়িত হাসপাতালে শয্যা প্রতি ২০ হাজার টাকা, মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা প্রতি ২২ হাজার টাকা  ও অন্যান্য ইউনানি, হোমিওপ্যাথি ও বক্ষ্মব্যাধি হাসপাতালে শয্যা প্রতি ৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।

এমইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।