ডিওএইচএস এলাকায় বহুতল ভবন নির্মাণে অনুমতির সুপারিশ


প্রকাশিত: ১১:৫৮ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

সামরিক বাহিনীর কর্মকর্তাদের আবাসস্থল ডিওএইচএস এলাকায় ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের জন্য বহুতল ভবন নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া এসব এলাকায় বসবাসকারীদের জমি বা ফ্ল্যাট হস্তান্তরে দ্রুত প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের সুপারিশ করে কমিটি।

জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।  কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ডা. দীপু মনি এবং হোসনে আরা বেগম অংশ নেন।

এ কমিটির সভাপতিরও মহাখালী নিউ ডিওএইচএস এলাকায় বিলাসবহুল চারতলার ফ্ল্যাট রয়েছে।

বৈঠকে স্থায়ী কমিটিতে পাঠানো ‘Army (Amendment) Bill, 2015’, ‘Cadet College (Amendment) Bill, 2015 এবং Air Force (Amendment) Bill, 2015’ এর উপর আলোচনা করা হয়। কমিটি সংসদে পেশের জন্য এ বিলের রিপোর্ট চূড়ান্ত করেছে।
বৈঠকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ধনী-গরীব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মেধাবী শিক্ষার্থীদের পড়া-শোনার জন্য ভর্তুকি বৃদ্ধির সুপারিশ করা হয়।  

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।