বরিশালে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা


প্রকাশিত: ১১:০৩ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

খাদ্যশস্য বিক্রয়ের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার না করায় মুলাদী উপজেলায় ৬ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে উপজেলা বন্দর ও প্যাদারহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অর্থদণ্ডে দণ্ডিত ব্যবসায়ীরা হলেন- মুলাদী বন্দরের আজাহার হোসেন, ফরিদউদ্দিন খান, আ. জলিল, মিজানুর রহমান, প্যাদারহাট বাজারের আবুল কালাম ও আ. রশিদ। এদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্লাস্টিক মোড়কের ব্যবসাকে নিরুৎসাহিত করা এবং পাটজাত মোড়ক ব্যবহারে বাধ্য করার জন্য ভোক্তা অধিকার আইনে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।