রাবি উপাচার্যকে হুমকির প্রতিবাদে ছাত্রজোটের বিক্ষোভ


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট।

বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে রাবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, বর্তমান শাসকগোষ্ঠী বিচারহীনতার সংস্কৃতির যে চর্চা করছে তা বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীর হত্যাযজ্ঞকে আরও উৎসাহিত করছে। তারই ধারাবাহিকতায় আজ রাবি উপাচার্য হুমকি শিকার হয়েছে। সরকার জঙ্গিবাদ নিয়ে এক ধরনের তালবাহানা করছে। ফলে সারাদেশে মানুষ আজ নিরাপত্তায়হীনতায় ভুগছে।

সমাবেশে উপস্থিত ছিলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদিন, রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর সাধারণ সম্পাদক তাসনুবা তাহরীন অন্তরা, রাবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগাঠনিক সম্পাদক সবুজ সেন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (৩০ নভেম্বর)  রাবি উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনসহ রাজশাহীর আট বিশিষ্টজনকে একই ধরনের একটি চিঠি আনসার আল ইসলামের (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ এর শাখা) প্যাডে রাজশাহীর স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকা অফিসে পাঠানো হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহম্মদ মিজানউদ্দিন, কথাশিল্পী হাসান আজিজুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারসহ আটজনকে হত্যার হুমকি দেয়া হয়।

মঙ্গলবার (১ ডিসেম্বর) হুমকির ওই একই চিঠি ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে পাঠানো হয়।

রাশেদ রিন্টু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।