গিনেস বুকে নাম লেখালেন লেভানডফস্কি
বরুসিয়া ডর্টমুন্ডে থাকার সময়ই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে। আর গত বছরের জুলাইয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে লেভানডফস্কি নিজেকে নিয়ে গিয়েছেন মেসি-রোনালদোদের কাতারে।
এবার এক ম্যাচেই ৪টি রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখালেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি। সোমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের পক্ষ থেকে পোলিশ এ স্ট্রাইকারের হাতে সনদগুলো তুলে দেওয়া হয়।
বুন্দেসলিগার চলতি মৌসুমে গত ২২ সেপ্টেম্বর নিজেদের মাঠ আলিয়াঞ্জ এরিনার ইতিহাস সৃষ্টি করেছিলেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কি। ভল্ফসবার্গের বিপক্ষে ম্যাচে মাঠে নেমে মাত্র ৯ মিনিটের মধ্যে ৪টি রেকর্ড গড়েন লেভানডফস্কি। যার মধ্যে রয়েছে দ্রুততম ৫ গোল করে রেকর্ড গড়ার পাশাপাশি বুন্দেসলিগায় দ্রুততম হ্যাটট্রিক (৩ মিনিট ২২ সেকেন্ড), বুন্দেসলিগায় এক ম্যাচে দ্রুততম ৪ গোল (৫ মিনিট ৪২ সেকেন্ড) আর বুন্দেসলিগায় কোনো ম্যাচে বদলি হিসেবে নেমে সবচেয়ে বেশি গোল (৫ গোল) করার রেকর্ড।
এমআর/পিআর