আলোচনার আগ্রহ দেখিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ


প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

দেশের পাঁচ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ইন্টারনেট ব্যবহারকারীকে নিয়মের মধ্যে আনতে এবং রাষ্ট্রের জন্যে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আলোচনার জন্য বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠি পাঠানোর একদিন পর ফেসবুক কর্তৃপক্ষ ফিরতি চিঠিতে আলোচনায় বসার আগ্রহ দেখালো। আগামি এক সপ্তাহের মধ্যে এই বৈঠক অনুষ্ঠানের আগ্রহ দেখিয়েছে ফেসবুক।

মঙ্গলবার ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর (ইন্ডিয়া, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া) আঁখি দাশ ই-মেইলে তারানা হালিমের চিঠির জবাব দিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সোমবার (৩০ নভেম্বর) ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইলে চিঠি পাঠান তারানা হালিম।

চিঠি পাঠানোর একদিন পর মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে ফেসবুক কর্তৃপক্ষ জবাব দিয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা এনায়েত।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।