ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন নাদাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ এএম, ১৭ মে ২০২১

আরও একবার নিজেকে ক্লে কোর্টের রাজা হিসেবে প্রমাণ করলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল। ইতালিয়ান ওপেনের রোম মাস্টার্সে নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল।

এ নিয়ে লাল মাটির ক্লে কোর্টে ক্যারিয়ারের ৬২তম শিরোপা জিতলেন নাদাল। সবমিলিয়ে তার ক্যারিয়ারের ৮৮তম এটিপি ট্যুর শিরোপা এটি। আর রোম মাস্টার্সে রেকর্ড দশম শিরোপা জিতলেন তিনি।

রোববার রাতে সেন্টার কোর্টে হওয়া ফাইনাল ম্যাচে ৭-৫, ১-৬ ও ৬-৩ গেমে জিতে শিরোপা নিজের করে নিয়েছেন নাদাল। হাড্ডাহাডি লড়াইয়ের প্রথম সেট ৭-৫ গেমে নিজের করতে পেরেছিলেন তিনি।

কিন্তু দ্বিতীয় সেটে নাদালকে পাত্তাই দেননি টেনিসের বর্তমান নাম্বার ওয়ান তারকা জকোভিচ, জিতে নেন ৬-১ গেমে। ঘুরে দাঁড়িয়ে তৃতীয় সেটটি ৬-৩ গেমে জেতেন নাদাল, পেয়ে যান শিরোপা।

এই নিয়ে জকোভিচের সঙ্গে মুখোমুখি ৫৭ বারের দেখায় ২৮তম জয় পেলেন নাদাল। এখনও একটি জয় বেশি রয়েছে জকোভিচের।

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।